মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত

জাতীয় ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৩, ০৪:৫৫ পিএম

মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত

মামলার তথ্য গোপন করার অভিযোগে জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইফ রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

শনিবার ( ২ ডিসেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর জেলা প্রশাসকের হলরুমে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান।

রংপুর-১ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার ( ২ ডিসেম্বর ) সকালে তাঁদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়ন স্থগিত করা অন্য তিনজন প্রার্থী হলেন, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী শ্যামলী রায় (তার পক্ষে প্রস্তাবকারীর কপি না দেওয়ায়), বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের প্রার্থী সবুজ প্রামাণিক (মামলার নিম্পত্তির কপি না দেওয়ায়), ওয়ার্কাস পার্টির বখতিয়ার আহমেদ (মামলার নিস্পত্তির কপি না দেওয়ায়)।

আর মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের। তার পক্ষে ১% এর ভোটারতালিকা সঠিক নয়।

এই আসনে বর্তমানে বৈধ প্রার্থী আছেন সাতজন। এরা হলেন, আওয়ামী লীগের রেজাউল করিম, জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার, তৃণমূল বিএনপির বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শাহিন আলম, আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া সতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু এবং স্বতন্ত্র প্রার্থী মনজুম আলী।

রাঙ্গা ছাড়াও এই আসনে বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের সবুজ প্রামাণিক, ওয়ার্কার্স পার্টির বখতিয়ার আহমেদের স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, কাগজপত্রে ত্রুটি থাকায় চারজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। কাগজপত্র জমা দিলে যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

Link copied!