তফসিল ঘোষণার পর কোনো রাজনৈতিক মামলা বা আটক করা যাবে না: ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৫, ২০২৩, ০৮:২১ পিএম

তফসিল ঘোষণার পর কোনো রাজনৈতিক মামলা বা আটক করা যাবে না: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, ‘সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ইস্যুতে হস্তক্ষেপ করবে না ইসি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেন কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয়।’

রবিবার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকেদর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপির নেতাদের গ্রেফতার করা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এই নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর কাউকে গ্রেফতার করতে পারেন না- সিইসি এই কথা বলেছেন। মামলা ও ক্রিমিনাল অফেন্স থাকলে গ্রেফতার করতে হবে তফসিল ঘোষণার আগে।’

Link copied!