নির্বাচনী ঝড়ে নির্বাচনবিরোধীরা টিকে থাকতে পারবে না: খালিদ মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩, ২০২৩, ১২:০৭ এএম

নির্বাচনী ঝড়ে নির্বাচনবিরোধীরা টিকে থাকতে পারবে না: খালিদ মাহমুদ চৌধুরী

বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়েছে। : খালিদ মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

নির্বাচনে কে আসছে কে আসছে না, এই আলোচনা এখন শেষ হয়ে গেছে। দেশে ইতোমধ্যে নির্বাচনী ঝড় শুরু হয়েছে, যারা অংশ নিচ্ছে না খড়কুটোর মতো উড়ে যাবে। কারণ বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়েছে। নির্বাচনী ঝড়ে নির্বাচনবিরোধীরা টিকে থাকতে পারবে না।

দিনাজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন বর্তমান সরকারের নৌ প্রতিমন্ত্রী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী।

নির্বাচনের পরিবেশ সাধারণ মানুষের জন্য কেমন এ প্রসঙ্গে তিনি বলেন, গত কিছুদিন ধরে দেশি-বিদেশি অনেক চক্র নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলছে। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময়ে এসেও নির্বাচনের পরিবেশ সুন্দর-স্বাভাবিক আছে। এবং উৎসবমুখর পরিবেশে প্রায় ৩০টির মতো নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থী তালিকা জমা দিয়েছে এবং মনোনয়নপত্র জমা দিয়েছে। গত তিনদিন ধরে নিবন্ধিত দলগুলোর মনোনয়নপত্র জমা চলছে।

এখন রাজনৈতিক অংশগ্রহণ বেড়েছে জানিয়ে নৌপ্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক দলের অংশগ্রহণ বেড়েছে। নির্বাচনের ঝড় উঠেছে। ১৪ ও ১৮ সালে যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করেছিল জনগণ তাদের মতলব বুঝে ফেলেছে। ৭ তারিখে নির্বাচনে ভোটারদের বিপুল অংশগ্রহণে তারা হেরে যাবে।

আওয়ামী লীগের অনেকের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল প্রসঙ্গে খালিদ মাহমুদ বলেন, রাজনীতির বিষয়টিতে অনেকের নিজস্ব বিষয় আছে। ১৭ তারিখ পর্যন্ত দেখা যাবে। যারা স্বতন্ত্র বা অন্যভাবে মনোনয়ন দাখিল করেছে তাদের বিষয়ে ১৭ তারিখের পর সিদ্ধান্ত নেয়া হবে। 

Link copied!