অক্টোবর ৫, ২০২৩, ০১:৩৬ এএম
ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে তাতে সম্মতি দেননি প্রধানমন্ত্রী। জনদুর্ভোগের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দীর্ঘ ১৬ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৪ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ভোগান্তির কথা চিন্তা করে সংবর্ধনা না নেওয়ার সংবাদটি ছড়িয়ে পড়লে অনেকটাই স্বস্তির হাসি ছিল রাজধানীবাসীর মুখে। বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
মিরপুর থেকে বাংলামোটর অফিস করেন ফারজানা আকতার। তিনি বলেন, সাধারণত কোন সমাবেশ বা কর্মসূচি থাকলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকতে হয় নয়তো পায়ে হেঁটে যেতে হয় কিন্তু জনদুর্ভোগের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়।
আগারগাঁও থেকে মতিঝিল যাচ্ছেন এমন একজন মোটরসাইকেল আরোহী দ্যা রিপোর্ট ডট লাইভকে বলেন, ভেবেছিলাম আজ যানজটের ভোগান্তিতে পড়তে হবে কিন্তু অন্যদিনের তুলনায় আজ রাস্তায় যান চলাচল স্বাভাবিক তাই স্বাচ্ছ্যন্দ্যে চলাচল করতে পারছি।
প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ অধিবেশন ছাড়াও ৬টি আন্তর্জাতিক ফোরামে ভাষণ দেন। করেন দ্বিপাক্ষিক বৈঠক। কথা বলেন বিশ্বের অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানের সাথে।