সড়কে সব ধরনের যানবাহনের গতিসীমা নির্ধারণ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২৪, ০২:০৮ পিএম

সড়কে সব ধরনের যানবাহনের গতিসীমা নির্ধারণ

প্রতীকী ছবি

দেশব্যাপী সড়ক-মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও মহানগরীর সড়কে মোটরযানের গতিসীমা নির্দিষ্ট করে দিচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এ বিষয়ে খসড়া প্রতিবেদন জমা দিয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই সে খসড়া চূড়ান্ত হলে সড়ক-মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা কত হবে, তা নিয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়।

বিআরটিএ সূত্রে জানা গেছে, দেশের সব মহাসড়কে যানবাহনের গতিসীমা সর্বোচ্চ ৮০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। আর ঢাকা শহরের জন্য গতিসীমা হবে সর্বোচ্চ ৪০ কিলোমিটার।

এ বিষয়ে বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, “সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪৪-এর উপধারা-১ অনুযায়ী বিভিন্ন শ্রেণির সড়কে মোটরযানের গতিসীমা নির্ধারণ করা হচ্ছে। যে কোনও সময় এটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। নীতিমালায় দেশের সব ধরনের সড়কে গাড়ির গতিবেগ কোথায় কেমন হবে তা বলা হয়েছে। সড়কের আশপাশের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিয়ে গতিসীমা নির্ধারণ করা হয়েছে। এমনকি গ্রামীণ সড়কেও গতিসীমা ঠিক করে দেওয়া হয়েছে। এটি নির্ধারণ হলে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে।”

Link copied!