সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে

নিজস্ব প্রতিবেদক

মে ৭, ২০২৪, ০৮:৪৯ পিএম

সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে

সুন্দরবনের আগুন এখন পুরোপুরি নিভে গেছে। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

পুরোপুরি নিভেছে সুন্দরবনের আগুন।

মঙ্গলবার (৭ মে) খুলনা রেঞ্জের বন সংরক্ষক মিহির কুমার দো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সেখানে বৃষ্টি শুরু হয়। এরপর আজ সকাল থেকে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন লাগার স্থান ড্রোনের মাধ্যমে আবারও মনিটরিং করা শুরু করেন।

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

সকাল থেকে ঘণ্টায় ঘণ্টায় ড্রোনের মাধ্যমে মনিটরিং হলেও বনভূমির কোথাও আগুনের আলামত মেলেনি। পরিদর্শনকালে দেখা গেছে, আগুন লাগার স্থানে বৃষ্টির ফলে যথেষ্ট পরিমাণ পানিতে ভিজে গেছে। কোথাও কোথাও পানি জমে গেছে। সার্বিক অবস্থা পর্যালোচনায় সুন্দরবনের আমরবুনিয়া ক্যাম্পের আওতাধীন বনাঞ্চলের আগুন নিভে গেছে বলে নিশ্চিত হয়েছে বন বিভাগ।

অন্যদিকে সুন্দরবনে আগুন লাগার পরিপ্রেক্ষিতে জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি জানান, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণ ও পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের কাজ অচিরেই শুরু করা হবে।

Link copied!