এবার ডিসি বদলির নির্দেশ আসছে ইসির

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২, ২০২৩, ০১:০৮ পিএম

এবার ডিসি বদলির নির্দেশ আসছে ইসির

ইউএনও, ওসির পর ডিসি বদলির নির্দেশনা আসছে।

সারা দেশে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলির নির্দেশ দেয়ার পর এবার জেলা প্রশাসকদের বদলীর আদেশ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন।  নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা দ্য রিপোর্ট ডট লাইভকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে ইসির সম্মতি ছাড়া কিংবা ইসির নির্দেশনা উপেক্ষা করেই এই ধরনের বদলী ও স্থানান্তর করে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে গত ২০২২ সালের জানুয়ারি মাসে স্থানীয় সরকার নির্বাচন চলমান অবস্থায় নির্বাচন কমিশনের সম্মতি না নিয়েই জেলা প্রশাসক (ডিসি) পদে  রদবদল আনে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৫ জানুয়ারি ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক বদলি করায় ক্ষোভ প্রকাশ করেছিল তৎকালীন ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার। 

গতশুক্রবার নির্বাচন কমিশন সকল উপজেলা নির্বাহী অফিসারকে পর্যায়ক্রমে বদলী করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এলক্ষ্যে প্রথম পর্যায়ে যে সকল উপজেলা নির্বাহী অফিসারদের বর্তমান কর্মস্থলে ০১ (এক) বছরের অধিক চাকুরীকাল সম্পন্ন হয়েছে তাদেরকে অন্য জেলায় বদলীর প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের   মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন। এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। ইতোমধ্যে এ চিঠি জননিরাপত্তা সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। এই বদলির আদেশ প্রসঙ্গে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘যেহেতু নির্বাচন কমিশন এই সময়ে প্রশাসনের রদবদলের ক্ষমতা রাখে তাই এটাকে সাধুবাদ জানাচ্ছি।’

তবে ঢালাওভাবে হঠাৎ করে এত কর্মকর্তা বদলিতে জটিলতা হবে কি না এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। 

দেশের ৬৪ জেলায় ৬০০টির বেশি থানা আছে। এক্ষেত্রে প্রথমে যে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ৬ মাসের অধিক চাকুরিকাল সম্পন্ন হয়েছে তাদের বদলি করতে হবে। ৫ ডিসেম্বরের মধ্যে বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে বলা হয়েছে।

সর্বশেষ ২০০১ সালে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লতিফুর রহমান দায়িত্ব নেওয়ার পর এভাবে ওসিদের ঢালাও বদলি করা হয়েছিল। 

Link copied!