নির্বাচন বানচাল করে মানুষকে ভোগান্তি দেয়াটাই তাদের চেষ্টা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৪, ২০২৩, ১২:০১ পিএম

নির্বাচন বানচাল করে মানুষকে ভোগান্তি দেয়াটাই তাদের চেষ্টা: প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকে নির্বাচনে আসতে চায় না। কারণ ৩০ আসন যারা পেয়েছিল, তাদের তো নির্বাচনে আসার আকাঙ্ক্ষাই থাকবে না। নির্বাচন বানচাল করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে আবার মানুষকে ভোগান্তি দেয়াটাই তাদের চেষ্টা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল গণভবন থেকে ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের আওতায় দেশব্যাপী একযোগে ১০ হাজার ৪১টি অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, আশ্রয়ন প্রকল্পের আওতায় ৫৩৯৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে গৃহপ্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তফসিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। হয়তো দু-একদিনের মধ্যে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক ধারার বাইরে ক্ষমতায় আসেনি জানিয়ে তিনি বলেন, আমরা জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছি। জনগণ নৌকায় ভোট দিলে আসবো (ক্ষমতায়)। না দিলে আফসোস থাকবে না।

প্রধানমন্ত্রী বলেন, রাতের অন্ধকারে কেউ যেন ক্ষমতা দখল করে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।

শেখ হাসিনা বলেন, জাতির পিতাকে হত্যা করার পর রাতের অন্ধকারে অস্ত্র হাতে নিয়ে মিলিটারি ডিকটেটর জিয়াউর রহমান ক্ষমতা দখল করেন। দেশে ইনডেমনিটি অধ্যাদেশ আইন প্রণয়ন করে বঙ্গবন্ধু হত্যার বিচারকাজ বন্ধ করেছিলেন জিয়া। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু মানবতাবিরোধীদের বিচারকাজ শুরু করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর ওইসব হত্যাকারী, গণহত্যাকারী, আটক, অপহরণকারী, নির্যাতন, লুটপাটকারীদের জেল থেকে মুক্ত দেন জিয়া। আবার যারা বাংলাদেশ চায়নি পাকিস্তানে চলে গিয়েছিল, তাদেরকেও ফিরিয়ে এনে রাষ্ট্র ক্ষমতায় বসান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা। ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের আওতায় দেশব্যাপী একযোগে ১০ হাজার ৪১টি অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, আশ্রয়ন প্রকল্পের আওতায় ৫৩৯৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে গৃহপ্রদান করেন প্রধানমন্ত্রী।

Link copied!