যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে, তাদের প্রতিহত করা হবে: আরাফাত

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৩, ২০২৩, ০৪:৪৫ পিএম

যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে, তাদের প্রতিহত করা হবে: আরাফাত

নির্বাচনী প্রচারণা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

‘নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত। স্বাধীনতাবিরোধী এসকল অপশক্তি আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইলে তাদের প্রতিহত করা হবে।’

শনিবার (২৩ ডিসেম্বর) পশ্চিম মানিকদী ও মাটিকাটা এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন ঢাকা ১৭ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

তিনি বলেন, ‘এদেশের মানুষ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। সাধারণ জনগণ আগামী নির্বাচনে ভোট প্রদানের জন্য অপেক্ষা করছেন। সুতরাং কোনো প্রকার বাধা ছাড়াই সাধারণ মানুষের ভোটদান নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ‘গত তিন মাস ধরে আমি ঢাকা ১৭ আসনের সকল সমস্যাগুলো চিহ্নিত করেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন কিছু কিছু কাজ দৃশ্যমান হয়েছে। আগামী ৫ বছরে বাকি কাজগুলো সম্পন্ন করা হবে। ঢাকা ১৭ আসনে প্রচুর নৌকা মার্কার ভোটার রয়েছে। সকল ভোটারদের আমরা ভোটকেন্দ্রে আনতে পারলে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।’

আরাফাত বলেন, ‘বিএনপি হরতাল-অবরোধের নামে যাত্রীবাহী বাসে ও ট্রেনে অগ্নি সংযোগ করে সাধারণ জনগণকে পুড়িয়ে হত্যা করছে। ক্ষমতার লোভে তারা সাধারণ জনগণের জানমালের ওপর হামলা চালাচ্ছে। সাধারণ জনগণ বিএনপি-জামায়াতের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি এখন জনবিচ্ছিন্ন একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।’

Link copied!