প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শি জিনপিং

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২৪, ১১:৪২ এএম

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শি জিনপিং

শেখ হাসিনা ও শি জিনপিং। ফাইল ছবি

পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) চীনের প্রেসিডেন্ট এ বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

শুভেচ্ছাবার্তায় জিনপিং বলেছেন, চীন ও বাংলাদেশ প্রতিবেশি বন্ধু দেশ। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর গত ৪৯ বছরে চীন ও বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও সম্মান বজায় রেখেছে। চীন এবং বাংলাদেশ একে অপরের স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং যৌথভাবে প্রতিটি দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনের কাজ করে।

শি জিনপিং আশা প্রকাশ করে বলেছেন, গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছিলেন, তা বাস্তবায়নের জন্য চীন ও বাংলাদেশ যৌথ প্রচেষ্টা চালাবে। দুই দেশের মধ্যে রাজনৈতিক পারস্পরিক আস্থা বৃদ্ধি, ঐতিহ্যগত বন্ধুত্বকে উন্নীত, উন্নয়ন কৌশলগুলোকে আরও সমন্বিত এবং প্রচারে দুই দেশ কাজ করবে। আর চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায়ও একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন চীনা প্রেসিডেন্ট।

Link copied!