টাইম ম্যাগাজিনে প্রভাবশালীর তালিকায় জাহিদ মালেক

জাতীয় ডেস্ক

মে ৮, ২০২৪, ১০:৪৩ এএম

টাইম ম্যাগাজিনে প্রভাবশালীর তালিকায় জাহিদ মালেক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের স্বাস্থ্য ক্যাটাগরির ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২ মে) তালিকাটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে জাহিদ মালেকের বিষয়ে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জাহিদ মালেকের পাঁচ বছর বিতর্কমুক্ত ছিল না। করোনা মহামারিতে প্রাথমিক পদক্ষেপ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। এরপর তিনি একটি কার্যকর টিকাদান কর্মসূচি সম্পাদন করেন, যার ফলে ঘনবসতিপূর্ণ দক্ষিণ এশীয় দেশটিতে মাথাপিছু মৃত্যুর সংখ্যা প্রতিবেশী ভারতের তুলনায় অর্ধেকেরও কম ছিল।

এতে আরও বলা হয়, কালাজ্বর নির্মূল করে ২০২৩ সালে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছিল। কেননা, এ রোগের চিকিৎসা না হলে ৯৫ শতাংশ রোগীর মৃত্যু হয়। একই বছর লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস নির্মূল করতে সফল হয় বাংলাদেশ। ইতিহাসে প্রথম কোনো জাতি, যারা এক বছরে দুটি সংক্রামক রোগ নির্মূল করতে সক্ষম হয়েছে। শিশুমৃত্যুর হার ব্যাপক হ্রাসের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেয়েছিলেন জাহিদ মালেক।

Link copied!