অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করায় দুদক কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৮, ২০২২, ০২:০৯ পিএম

অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করায় দুদক কর্মকর্তা প্রত্যাহার

অনুমতি ছাড়া ভারত ভ্রমণ করায় শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে প্রত্যাহার করা হয়েছে প্রেষণে নিয়োজিত সিনিয়র সহকারী সচিব ইমরুল কায়েসকে। তিনি দুদকে উপ-পরিচালক হিসেবে অভিযোগ যাচাই-বাছাই বিভাগে কর্মরত ছিলেন।

বুধবার বিষয়টি নিশ্চিত করে দুদক সূত্র। জনপ্রশাসন বিভাগের উপ-সচিব আবু ফতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম সই করা এক আদেশ সূত্রেও তার প্রত্যাহারের বিষয়টি জানা গেছে। যেখানে ইমরুল কায়েসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্তের কথা বলা হয়েছে।

দুদকের একটি সূত্রে জানা যায়,  দুদকের প্রধান কার্যালয়ে প্রেষণে নিয়োজিত উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) ইমরুল কায়েস জালিয়াতির মাধ্যমে সরকারি আদেশ তৈরি করে ভারত ভ্রমণ করেছেন, যদিও তিনি গত ২৯ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১০-১৮ মে’র মধ্যে ব্যক্তিগত সফরে ভারত যাবেন বলে অনুমতি নিয়েছিলেন। তবে ওই সময়ে ভারতে না গিয়ে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে চলতি মাসে গোপনে ভারত ভ্রমণ করেন, যা সরকারি চাকরিবিধি পরিপন্থি। এ কারণে শাস্তিমূলকভাবে দুদক থেকে প্রত্যাহার করা হয়েছে।

Link copied!