অবশেষে আওয়ামী লীগে যোগদান গুঞ্জন নিয়ে মুখ খুললেন রাঙা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১, ২০২৩, ১০:১০ পিএম

অবশেষে আওয়ামী লীগে যোগদান গুঞ্জন নিয়ে মুখ খুললেন রাঙা

সংগৃহীত ফাইল ছবি

জাতীয় পার্টির বহিষ্কৃত মহাসচিব মসিউর রহমান রাঙ্গা আওয়ামী লীগে যোগদান করছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। আসছে ২ আগস্ট রংপুর জিলা মাঠে অনুষ্ঠেয় আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ  সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই  জনসভা ঘিরে কিছু ব্যানার-ফেস্টুনকে কেন্দ্র করে রাঙ্গার আওয়ামী লীগে যোগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছিল, জাতীয় পার্টির এই নেতা জনসভায় উপস্থিত থেকে আওয়ামী লীগে যোগ দেবেন।

তবে আওয়ামী লীগে যোগ দেওয়ার গুঞ্জনের বিষয়ে অবশেষ কথা বলেছেন মসিউর রহমান রাঙ্গা। তিনি জানিয়েছেন, আওয়ামী লীগে যোগ দেওয়ার কোনো প্রস্তাব তিনি দেননি। এ ছাড়া ক্ষমতাসীন দল থেকেও এমন কোনো প্রস্তাব তার কাছে আসেনি।

ব্যানার-ফেস্টুনের বিষয়ে জাতীয় পার্টির এই সাবেক মহাসচিব বলেন, “রংপুরের উন্নয়নের জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাই। আমি যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলাম, তখন প্রধানমন্ত্রীর মাধ্যমে অনেক উন্নয়ন করেছি। আমি আমার দলকে বলেছি, তিনি যেন সম্মানের সঙ্গে রংপুরে আসেন এবং স-সম্মানে চলে যেতে পারেন, সেই ব্যবস্থা নিতে। কিন্তু আমার আওয়ামী লীগে যোগদান করা নিয়ে কোনো আলোচনা হয়নি। এ ধরনের কোনো প্রস্তাব তারাও (আওয়ামী লীগ) আমাকে দেয়নি। এ ছাড়া আমি কোথাও বলি নাই যে আমি ওই জনসভায় থাকব। কারণ সেটা তাদের দলীয় মিটিং।

মসিউর রহমান রাঙ্গা বলেন, “প্রধানমন্ত্রী যদি উন্নয়ন কর্মকাণ্ডের জন্য কোথাও এমপিদের নিয়ে ব্যক্তিগত মিটিং করতেন, সেখানে হয়তো সব এমপিদের নিয়ে আমি থাকতাম। কিন্তু জনসভায় যোগ দেওয়ার বিষয়ে তাদের সঙ্গে আমার কোনো কথা হয়নি।”

একটি বড় দল হিসেবে আওয়ামী লীগ করা ভাগ্যের ব্যাপার-মন্তব্য করে জাতীয় পার্টির এই সাবেক মহাসচিব আরও বলেন, “আমরা আলাদা দল করি। সংবিধানের ৭০ ধারাসহ নানাবিধ কারণে বুধবারের জনসভায় আমার আওয়ামী লীগে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই।”

 

Link copied!