অবৈধ সম্পদ অর্জন: ফের পেছাল সম্রাটের বিরুদ্ধে মামলার চার্জ গঠন শুনানি

আদালত প্রতিবেদক

জানুয়ারি ৩০, ২০২৩, ১০:২৩ পিএম

অবৈধ সম্পদ অর্জন: ফের পেছাল সম্রাটের বিরুদ্ধে মামলার চার্জ গঠন শুনানি

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জ গঠন শুনানির তারিখ আবারও পিছিয়েছেন আদালত। আসছে ১ মার্চ চার্জ গঠন শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে সোমবার (৩০ জানুয়ারি) মামলাটি চার্জগঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল।  তবে সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী এদিন চার্জ শুনানি পেছানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।

সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, “ আমরা আজকে তিনটা আবেদন করেছি। আগামী ১ মার্চ সম্রাটের চার্জ গঠন শুনানি, স্থায়ী জামিনের আবেদন ও পাসপোর্ট নিজ জিম্মায় বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।”

মামলা সূত্রে জানা যায় ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পরবর্তীতে ২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের এই উপপরিচালক। 

Link copied!