মে ৯, ২০২৫, ০২:৫২ পিএম
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর আহ্বানে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চলমান দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন দলটির চেয়ারম্যান এবং অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রধান ইলিয়াস কাঞ্চন। সংবাদ ইউএনবি।
পারিবারিক কারণে ইলিয়াস কাঞ্চন এখন লন্ডনে অবস্থান করছেন। এ কারণে শুক্রবার, ৯ মে সকালে সেখান থেকে এক ভিডিও বার্তায় এই একাত্মতা পোষণ করেন তিনি।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ছাত্রদের চলমান দাবির প্রতি আমি জনতা পার্টির বাংলাদেশের পক্ষ থেকে একাত্মতা পোষণ করছি। বর্তমানে আমি পারিবারিক প্রয়োজনের লন্ডনে অবস্থান করায় এই ভিডিও বার্তায় তাদের আন্দোলনে সমর্থন জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘২৪ এর চেতনাকে আমরা হৃদয়ে ধারণ করি, কোনো ফ্যাসিস্ট মানব না। আমি দেশে ফিরে এসে ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব। বর্তমানে আমাদের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন এবং মহাসচিব শওকত মাহমুদ দলের অন্যান্য নেতাদের নিয়ে ছাত্রদের আন্দোলনের পাশে আছেন।’
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।
রাত ১০টায় যমুনার সামনে উপস্থিত হন হাসনাত। এরপর থেকেই গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।
এনসিপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও আন্দোলনে অংশ নিতে দেখা যায়। এ ছাড়া জামায়াতে ইসলামী, ইনকিলাব মঞ্চ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলও এই আন্দোলনে ইতোমধ্যে সংহতি প্রকাশ করেছে।
এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই জমায়েত হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার এই জমায়েতে সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত।
তিনি বলেছেন, ‘সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজ তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।’