দ্রুত নির্বাচন দিতে ব্যর্থ হলে জনগণ রাস্তায় নেমে আসবে: জয়নুল আবদিন ফারুক

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২৫, ০৩:০১ পিএম

দ্রুত নির্বাচন দিতে ব্যর্থ হলে জনগণ রাস্তায় নেমে আসবে: জয়নুল আবদিন ফারুক

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিতে ব্যর্থ হলে জনগণ রাস্তায় নেমে আসতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার, ০৯ মে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদী যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘নির্বাচন বিলম্বিত হলে আমাদের কিছু বলার প্রয়োজন হবে না, জনগণই রাস্তায় নামবে।’

ফারুক বলেন, ‘বিএনপি দীর্ঘ ১৬-১৭ বছর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, অন্যথায় গণতন্ত্রের পুনরুদ্ধার সম্ভব হবে না।’

এসময় জয়নুল আবদিন ফারুকের নামে নামে সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের নেতারা।

এদিকে প্রেসক্লাবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার ও আত্মমর্যাদা প্রতিষ্ঠা শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, একটি অনির্বাচিত সরকারকে শক্তিশালী ভাবার কোন কারণ নেই।

সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে বিশৃঙ্খলা পরিলক্ষিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণ এসব পছন্দ করছে না। কালক্ষেপণ কমিয়ে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে জনগণের মধ্যে সব ধরনের সংশয় কমে যাবে।

Link copied!