আওয়ামী লীগ জনগণের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে: কাদের

নিজস্ব প্রতিবেদক

জুন ২৩, ২০২১, ০৬:৩১ পিএম

আওয়ামী লীগ জনগণের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে: কাদের

শুরু থেকেই আওয়ামী লীগ জনগণের সঙ্গে ছিল, এখনও জনগণের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কোনো ষড়যন্ত্র, কোনো শক্তি আওয়ামী লীগকে দেশের মাটি ও জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, ভবিষ্যতে পারবেনা বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বুধবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকের অঙ্গীকার মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং সম্প্রদায়িক শক্তির মূল উৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ অতীতে যেমন জনগণের সঙ্গে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। কেউ ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে দেশের মাটি ও গনগণের কাছ থেকে  দূরে রাখতে পারবে না।’

এসময়  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শফিউল আলম চৌধুরী নাদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

Link copied!