কুরবানির পশুর যোগান চাহিদার চেয়ে বেশি: প্রাণিসম্পদ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

মে ১৬, ২০২৪, ০৮:২১ পিএম

কুরবানির পশুর যোগান চাহিদার চেয়ে বেশি: প্রাণিসম্পদ অধিদপ্তর

প্রতীকী ছবি

এবারের কোরবানিতে চাহিদার তুলনায় গবাদিপশুর জোগান বেশি আছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চাহিদা, সরবরাহ ও অবাধ পরিবহন নিশ্চিতে বৃহস্পতিবার (১৬ মে) প্রাণিসম্পদ অধিদপ্তরে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় বিষয়টি জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।

এবারের কোরবানিতে সম্ভাব্য ১ কোটি ৭ লাখ ২ হাজার ৩৯৪টি গবাদিপশুর চাহিদার বিপরীতে পশু প্রস্তুত রয়েছে ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি। অর্থাৎ কোরবানির পশুর সংখ্যা মোট চাহিদার চেয়ে বেশি আছে ২২ লাখ ৭৭ হাজার ৯৭৩টি।

সভায় জানানো হয়, গরু-মহিষ আছে ৫৩ লাখ ৬০ হাজার ৭৯৬টি, ছাগল ও ভেড়া ৭৬ লাখ ১৭হাজার ৮০১টি, সেই সঙ্গে উটসহ অন্যান্য পশুর সংখ্যা ১ হাজার ৮৫০টি।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আব্দুর রহমান বলেন, “ঈদুল আজহা সুষ্ঠুভাবে সম্পূর্ণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক অবস্থানে রয়েছে। এছাড়া দূরদূরান্ত থেকে সড়ক ও নৌ-পথে যারা পশু নিয়ে আসবে তাদের যাতায়াত নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। চাঁদাবাজি বন্ধসহ পশুর বেপারীদের ভোগান্তি ও হয়রানি বন্ধেও অগ্রিম সর্তকতা নেওয়া হয়েছে।”

Link copied!