আগামী তিন দিনে বাড়বে তাপমাত্রা!

দ্য রিপোর্ট

ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৭:২৬ পিএম

আগামী তিন দিনে বাড়বে তাপমাত্রা!

চলতি সপ্তাহে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী তিন দিনে এ তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে।

বুধবার পটুয়াখালীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ১৫ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে। তবে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।

বৃহস্পতিবার সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৮৪ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৪ মিনিটে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Link copied!