`আমার ভাইয়ের কী হবে এখন?'

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৫, ২০২৩, ০৯:৩৩ পিএম

`আমার ভাইয়ের কী হবে এখন?'

নিউমার্কেটের সামনে আগুনের কথা বর্ণনা করতে গিয়ে নূপুর বেগম নামে একজন বলেন, আমার ভাইয়ের তিনটা কাপড়ের দোকান ছিল। সব শেষ। ভাইয়ের মুখ থেকে এখন কোনো কথা বের হচ্ছে না। এই ক্ষতি কীভাবে পোষাবে। আমার ভাইয়ের কী হবে এখন?

নূপুর বেগমের মতো অনেক ভুক্তভোগীর আহাজারিতে ভারি হয়েছে নিউমার্কেট এলাকা। রাজধানীর নিউ মার্কেট এলাকায় নিউ সুপার মার্কেটের তিন তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিলে ডিফেন্সের ৩২ ইউনিটের চেষ্টায় সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে লাগা আগুনে অনেক মালামাল পুড়ে গেছে। কিছু কিছু জিনিসপত্র বাঁচাতে পারলেও অনেক মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনের মধ্যেও অনেক ব্যবসায়ীকে দোকানগুলো থেকে মালামাল বের করে আনতে দেখা যায়।  ঈদের জন্য বাড়তি মাল মজুদ করেছিলেন ব্যবসায়ীরা। তাই ক্ষয়ক্ষতি এড়াতে জীবন-ঝুঁকি নিয়েও মালামাল সরিয়ে নেন তাঁরা।

সরেজমিনে দেখা যায়, পুলিশ সদস্যরা তিনতলা দু’তলার ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে বস্তা ভর্তি করে মালামাল নিচে নামাতে সাহায্য করছেন আবার মালামাল নিজেরা কাঁধে বহন করে চন্দ্রিমা মার্কেটের সামনে, নিউ মার্কেটের দক্ষিণ গেটে পৌঁছে দিচ্ছেন তারা।

ব্যবসায়ীরা বলছেন, করোনা ও যুদ্ধের কারণে গত কয়েক বছরে ব্যবসা না হলেও এবছর ঈদে সে ক্ষতি পোষানোর সুযোগ পেয়েছিলেন ব্যবসায়ীরা। ব্যবসাও বেশ ভালোই হচ্ছিল। আগুনে নিমিষে শেষ হলো সবকিছু।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার কাজে সহায়তা করে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি যৌথ দল। পাশাপাশি র‌্যাব-পুলিশের সাথে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সদস্যরা।

Link copied!