গুলিতে নিহত প্রতিবাদকারীর বুকের ওপর লাফালো যুবক!

ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর ২৪, ২০২১, ১২:৪৭ এএম

গুলিতে নিহত প্রতিবাদকারীর বুকের ওপর লাফালো যুবক!

কথিত ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী দখলদার’ উচ্ছেদ করতে গিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আসামের পুলিশ। প্রদেশটির দরং জেলার সিপাহঝারে এই ঘটনা ঘটে। এতে দুই বিক্ষোভকারীর মৃত্যু এবং কয়েকজন পুলিশকর্মীসহ আহত হয় ৮ জন। খবর আনন্দবাজারের।

কথিত ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী দখলদার’ উচ্ছেদ করতে গিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ভারতের আসাম প্রদেশ। আনন্দবাজার পত্রিকা জানায়, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিশ’।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সে রাজ্যের ঢোলপুরের ৩ নম্বর এলাকায়  উচ্ছেদ করতে আসামের পুলিশ। সেসময়ে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ চালায় স্থানীয়রা। জবাবে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ছোড়ে পুলিশও। সংঘর্ষের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ভিডিওটিতে দেখা যায়, গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে মরে পড়ে থাকা এক ব্যক্তির উপর ছুটে এসে লাফাচ্ছেন এক ব্যক্তি। পাশে দাঁড়ানো পুলিশেরাও ওই গুলিবিদ্ধ ব্যক্তির উপর লাঠি চালাচ্ছে। কয়েক জন পুলিশ ওই ছবিগ্রাহককে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও গুলিবিদ্ধ ব্যক্তিকে লাথি, ঘুসি মারতেই থাকে সে।

আসাম পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে ফাঁকা গুলি চালায় পুলিশ। উল্টো দিক থেকে পাল্টা পাথর ছোড়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। সূত্রের খবর, ঘটনায় অন্তত দু’জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আট জন।

Link copied!