ঈদযাত্রার দ্বিতীয় দিনে ট্রেনে স্বস্তি, তবে দেরিতে ছাড়ল নীলসাগর

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৮, ২০২২, ০৫:০৪ পিএম

ঈদযাত্রার দ্বিতীয় দিনে ট্রেনে স্বস্তি, তবে দেরিতে ছাড়ল নীলসাগর

ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রা করা অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এতে ওইসব ট্রেনের যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তবে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস বেশ বিলম্বে স্টেশন ছেড়েছে। এতে ট্রেনটির যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪০ মিনিটে কমলাপুর স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল নীলসাগর এক্সপ্রেসের। তবে ট্রেনটি সকাল ৮টা ৫২ মিনিটে চিলাহাটির উদ্দেশ্যে যাত্রা করে।

ঈদযাত্রার শুরুর দিন থেকেই বিলম্বে ট্রেন ছাড়া নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। টিকিট বিক্রিতে অব্যবস্থাপনার পর ট্রেনের শিডিউল বিপর্যয়ের পেছনে রেলওয়ের চরম অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

এর আগে বুধবার (২৭ এপ্রিল) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ডাবল লাইন না হলে কোনোভাবেই শিডিউল বিপর্যয় ঠেকানো যাবে না।

রেলওয়ে সূত্রে জানা গেছে, কাউন্টার থেকে এক ব্যক্তি চার জনের টিকিট কাটতে পারছেন। তবে তার জন্য প্রত্যেক যাত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হচ্ছে। ঈদ উপলক্ষে আগে বিভিন্ন সময় টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়া গেছে। এ জন্য এবার কালোবাজারি বন্ধে টিকিট কেনার সময় যাত্রীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি কাউন্টারে দেখাতে হচ্ছে।

এবার ঢাকার কমলাপুর স্টেশনসহ পাঁচটি স্থানে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। তবে ঈদযাত্রার প্রতিটি ট্রেনে নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য একটি করে আলাদা কোচ সংযোজন করা হচ্ছে।

Link copied!