ঈদযাত্রায় বিআরটিসি বাসের অগ্রিম টিকিট ৯ এপ্রিল থেকে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৯, ২০২৩, ০৬:৪৩ এএম

ঈদযাত্রায় বিআরটিসি বাসের অগ্রিম টিকিট ৯ এপ্রিল থেকে

ঈদুল ফিতর উপলক্ষে আজ (৯ এপ্রিল) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বিআরটিসি। ঈদ সার্ভিসে সারাদেশে বিআরটিসির ৯০০ বাস চলবে। ১৪ এপ্রিল থেকে ঈদ স্পেশাল সার্ভিস চালু হয়ে চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।

মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ (চাষাঢ়া) বাস ডিপো থেকে ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে বিআরটিসি।

বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ঈদ সার্ভিসে সারাদেশে বিআরটিসি ৯০০ বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। ঢাকাসহ আশপাশের এলাকায় বিআরটিসির ৫৫০টি বাস চলবে।

দক্ষিণের প্রায় সব জেলায় বিআরটিসির বাস চলাচল করবে। প্রতিবছরের মতো গার্মেন্টস শ্রমিকদের জন্য এবারও বাস বুকিং দেওয়ার সুযোগ রাখা হয়েছে। নারায়ণগঞ্জ ও গাজীপুরে বেশি গার্মেন্টস থাকায় সেসব এলাকার ডিপো থেকে বাস ভাড়া করা যাবে।

Link copied!