ঈদের ছুটি শুরুর আগেই ফেরিঘাটে ঘরমুখো মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৭, ২০২২, ১১:৪৭ পিএম

ঈদের ছুটি শুরুর আগেই ফেরিঘাটে ঘরমুখো মানুষের ভিড়

এখনো অফিস-আদালত ছুটি হয়নি। তবে অগ্রিম ছুটি নিয়ে ঢাকা থেকে ছুটছেন অনেকেই। এতে ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ বেড়েছে পাটুরিয়া ও আরিচা ঘাটে।  

সরেজমিনে দেখা গেছে, অন্যান্য দিনের চেয়ে আজ বুধবার পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় বাস ও কোচসহ বিভিন্ন যাত্রীবাহী যানবাহনের চাপ বেড়েছে। ফেরিঘাটের যানজটের ঝুঁকি এড়াতে অনেক যাত্রী ছুটছেন লঞ্চের দিকে। এ ক্ষেত্রে ঢাকা থেকে ঘাট পর্যন্ত এসে নদী পার হয়ে নতুন বাসে উঠছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখী অনেক মানুষ। 

পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ বলছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে এর আগে ১৮টি ফেরি চলছিল। গতকাল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ ডক ইয়ার্ড থেকে ভাষা শহীদ গোলাম মওলা ও শাপলাশালুক এবং ভোলা থেকে কৃষ্ণচূড়া নামের তিনটি ফেরি বহরে যুক্ত হয়েছে। এ নৌ-রুটে বর্তমানে ২১টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। আরিচা-নগরবাড়ি নৌ-রুটে তিনটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ২৪টি লঞ্চ এবং আরিচা-কাজিরহাট নৌ-রুটে ৯টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ জানান, আজ সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেড়েছে। আগামী শুক্রবার থেকে ঘাট এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। 

Link copied!