ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৮, ২০২৩, ০৫:৫৯ এএম

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

আজ মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় হয়েছে বৃষ্টি। এমন অবস্থা আরও তিন থেকে চার দিন চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা জানিয়েছেন। তাঁরা বলেছেন, আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, দুই দিন ধরে সারা দেশে যেভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ঈদের দিনেও তা অব্যাহত থাকবে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসতে পারে। সারা দেশে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে মূলত দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি হচ্ছে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Link copied!