এবারের ঈদে সড়ক দুর্ঘটনা কম হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মে ৪, ২০২২, ১০:৩৩ পিএম

এবারের ঈদে সড়ক দুর্ঘটনা কম হয়েছে

শুধু স্বস্তির যাত্রা নয়। এবার ঈদে সড়ক দুর্ঘটনাও কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক ব্যবস্থার উন্নতি আর আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণেই এটি সম্ভব হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থেকে মুন্সীগঞ্জের মাওয়া ঘাট পর্যন্ত ৩৫ কিলোমিটারের রাস্তা পাড়ি দিতে এখন সময় লাগে মাত্র ২৫ থেকে ৩০ মিনিট। আর এটা সম্ভব হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে।

এবার ঈদের ছুটিতে ঘরমুখী মানুষের চাপেও স্বাভাবিক চিত্র ছিলো। হয়নি কোনো যানজট। কমবেশি সব রুটেই যাত্রা ছিল স্বস্তির। ঈদে যানজটের পাশাপাশি আশঙ্কার আরেক নাম সড়ক দুর্ঘটনা। তবে সড়কে এবার প্রাণহানি ঘটেছে অন্যান্য বছরের তুলনায় কম। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমাম বলেন, এবার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১৩৮ জন, যা অন্যান্য বছরের তুলনায় অনেক কম।

দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ হাদিউজ্জামান বলেন, সড়ক ব্যবস্থাপনার উন্নতিই দুর্ঘটনা কমার অন্যতম কারণ। আর গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার আলী আহমেদ খান বলেন, সড়কে দুর্ঘটনা ও ভোগান্তি রোধে এবার সমন্বিত পদক্ষেপ নেয়া হয়েছে। গত বছর ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল তিনশ’র বেশি মানুষ।

Link copied!