এভারেস্টের চূড়ায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আকি রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৩, ২০২২, ০৮:৩২ পিএম

এভারেস্টের চূড়ায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আকি রহমান

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আখলাকুর রহমান ওরফে আকি রহমান (৪১) পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তিনি প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে এভারেস্ট জয় করলেন। নেপাল সময় শুক্রবার সকাল সাড়ে ৭টায় তিনি চূড়ায় পৌঁছান।  

পবিত্র রমজান মাসে আকি এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন। আখলাকুর রহমান আকিই প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে এভারেস্ট জয়ের অধিকারী। আকি রহমানের খালাতো ভাই শামীনুর রহমান সিলেট থেকে টেলিফোনে জানান, সকালে আকি রহমান এভারেস্টের চূড়ায় উঠেছেন বলে নেপাল থেকে শেরপারা তাকে এ তথ্য নিশ্চিত করেছে। 

শামীনুর আরও বলেন, আকির সঙ্গে তাদের এখনও যোগাযোগ হয়নি । তিনি নিচে নামার পর নেটওয়ার্কের মধ্যে এলে তার এভারেস্ট চূড়ায় আরোহনের ছবি পাওয়া যাবে। এভারেস্টজয়ী আকি নেপাল থেকে লন্ডন যাবেন।

জানা গেছে, জন্মসূত্রে বাঙ্গালী আকি রহমান মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি জমান ইংল্যান্ডে। তার শৈশব কেটেছে ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে। ৫ ভাইয়ের মধ্যে আকি রহমান সবার বড়। পর্বতারোহী আকি রহমান ৩ সন্তানের পিতা। এর আগে তিনি ছোটবড় বেশ কয়েকটি পর্বতশৃঙ্গে আরোহণ করে অভিজ্ঞতা অর্জন করেন।

 

Link copied!