কবরের সৌন্দর্য রক্ষায় বেড়া না দেওয়ার নির্দেশ ডিএনসিসির

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৪:৪৬ এএম

কবরের সৌন্দর্য রক্ষায় বেড়া না দেওয়ার নির্দেশ ডিএনসিসির

ছয়টি কবরস্থানের সাধারণ কবরে বাঁশের বেড়া, খুঁটি না দেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কবরস্থানের দায়িত্বে থাকা আঞ্চলিক কার্যালয়ের সহকারী সমাজ কল্যাণ কর্মকর্তা এবং কবরস্থানের মোহরারদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

কবরস্থানগুলো হচ্ছে- উত্তরা ৪ নম্বর সেক্টরের কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থান, উত্তরা ১৪ নম্বর সেক্টরের কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, বনানী কবরস্থান ও রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-সংলগ্ন কবরস্থান।

ডিএনসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন উল হাসানের সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, কবরস্থানগুলোর সাধারণ দাফনকৃত কবরের ওপরে গ্রিল, বাঁশের বেড়া, খুঁটি না দেওয়ার নির্দেশ আগে দেওয়া হলেও সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ কবরে এসব দেওয়া হয়েছে। বেড়া দেওয়া হলে কবরস্থানে ঝোপঝাড়, আগাছার সৃষ্টি হয়। ফলে সৌন্দর্যহানি ঘটে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যাঘাত ঘটে। তা ছাড়া, দীর্ঘ সময় ধরে বেড়া থাকার কারণেই ঝোপ-জঙ্গল তৈরি হয় এবং সাপ-শিয়ালের বাসা তৈরির শঙ্কা থাকে। যেসব কবর সংরক্ষিত নয় সেগুলোর নির্মিত গ্রিল, বাঁশের বেড়া, খুঁটি দ্রুত সময়ে অপসারণের বলা হয়েছে। 

ছয়টি কবরস্থানের সাধারণ কবরে বাঁশের বেড়া, খুঁটি অপসারণ হয়েছে কিনা সেই তথ্য কর্তৃপক্ষকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার পরও যদি কবরে নতুন করে গ্রিল, বাঁশের বেড়া, খুঁটি দেওয়া হলে কবরস্থানের সিনিয়র মোহরার বা মোহরাররা দায়ী থাকবেন।

Link copied!