করোনায় দেশে মৃত্যু সংখ্যা ছাড়াল ২৪ হাজার

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৬, ২০২১, ০১:১৪ এএম

করোনায়  দেশে মৃত্যু সংখ্যা ছাড়াল ২৪ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা তৃতীয় দিনেও দুইশোর নিচে রয়েছে। তবে শনিবারের চেয়ে রবিবার (১৫ আগস্ট) বেড়ে গেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা একটু কমেছে। তবে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা অনেক বেড়ে গেছে।

করোনায় মৃত্যু

রবিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৮৭ জন মারা গেছেন। শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে রবিবার (১৫ আগস্ট)সকাল ৮টা পর্যন্ত সময়ে হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে দেশে করোনায় মোট ২৪ হাজার ১৭৫ জনের মৃত্যু হলো। শনিবার (১৪ আগস্ট) গত ২৪ ঘন্টায় দেশে ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।  

করোনা শনাক্ত

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১৫ আগস্ট) গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৮৪ জন। এনিয়ে দেশে ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। শনিবার (১৪ আগস্ট) গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৮৫ জন রোগী শনাক্ত হয়। এই সংখ্যা ছিল গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। ৩৩ হাজার ১ জনের নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের শতকরা  হার ২০ দশমিক ২৫।

করোনা থেকে সুস্থ

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসা সেবায় রবিবার (১৫ আগস্ট)গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন। শনিবার (১৪ আগস্ট) গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৫ জন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের ১১ মে মৃত্যুর সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে যায়।

Link copied!