কর্মী সংকটে স্থানীয় আওয়ামী লীগের কাউন্সিল স্থগিত!

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২২, ০২:৫৪ এএম

কর্মী সংকটে স্থানীয় আওয়ামী লীগের কাউন্সিল স্থগিত!

পর্যাপ্তসংখ্যক কর্মী-কাউন্সিলর উপস্থিত না থাকায় ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত হয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কাউন্সিলররা উপস্থিত ছিলেন না। ঘটনটি ঘটেছে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে।

গত বুধবার ঘোড়াধাপ ইউনিয়নের জোকা ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আয়োজন করা হয়েছিল। বেলা ১১টার দিকে যথাসময়ে সম্মেলন শুরু হলেও মঞ্চের সামনে কাউন্সিলর, ডেলিগেটর ও কর্মী-সমর্থক উপস্থিতি ছিল না। সম্মেলনের মঞ্চে জেলা আওয়ামী লীগের নেতারা চেয়ারে বসা ছিলেন। কিন্তু সম্মেলনস্থলে ছিল না আশানুরূপ কর্মী। এতে তারা ক্ষুব্ধ হন।

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন বার বার কর্মী-সমর্থকদের প্যান্ডেলের নিচে অর্থাৎ সম্মেলনে আসার জন্য আহ্বান জানালেও কেউ তার কথায় সাড়া দেননি। শেষ পর্যন্ত সম্মেলন স্থগিত ঘোষণা করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী। একই সাথে তিনি ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী বিশেষ অতিথির বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকার কারণে ঘোড়াধাপ ইউনিয়নটি ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের ব্যর্থতার কারণেই আজ পরিণতি।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান বলেন, জেলা আওয়ামী লীগের নির্দেশনায় সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।

অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

Link copied!