কাজে যোগ দিয়েছেন গার্মেন্টস শ্রমিকেরা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২১, ০৬:০১ পিএম

কাজে যোগ দিয়েছেন গার্মেন্টস শ্রমিকেরা

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চলমান কঠোর লকডাউনের মধ্যেেই রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকার তৈরি পোশাক কারখানাগুলো রবিবার (১ আগস্ট) থেকে খুলে দেওয়া হয়েছে। এসব কারখানায় কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকেরা। এরপর ধাপে ধাপে সাভার, গাজীপুরসহ অন্যান্য এলাকার কারখানাগুলো খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

কঠোর লকডাউনে তৈরি পোশাক শিল্প কারখানার কর্মস্থলে যোগ দিতে সকালবেলা পায়ে হেঁটে শ্রমিকরা ছুটে আসেন। তবে অনেক শ্রমিক ঈদ উল আজহা উপলক্ষ্যে এখনও রাজধানীর বাইরে অবস্থান করায় কর্মস্থলে যোগ দিতে পারেনি।

রবিবার (১ আগস্ট) রাজধানীর বাড্ডা, মালিবাগ, রামপুরা, মিরপুর, কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি এলাকার পোশাক কারখানার শ্রমিকরা  সকাল ৮টার আগেই দলে দলে কাজে যোগ দিয়েছেন। কর্মস্থলে যোগ দেওয়া শ্রমিকদের বেশিরভাগই নারী শ্রমিক। গার্মেন্টস খোলার কথা শুনে তাদের অনেকেই কষ্ট করে কর্মস্থলে যোগ দিয়েছেন।

এদিকে, পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র সূত্রে জানা গেছে, কারখানা খোলার ক্ষেত্রে কী ধরণের স্বাস্থ্যবিধি মানতে হবে তা নিয়ে বিজিএমইএ একটি গাইডলাইন তৈরি করেছে। এই গাইডলাইন অনুযায়ি, দূরবর্তী এলাকায় বা ঢাকার বাইরে চলে যাওয়া শ্রমিকদের বাদ দিয়ে আপাতত কারখানার কাছাকাছি থাকা শ্রমিকদের দিয়ে উৎপাদন কাজ চালিয়ে নেওয়া হবে।

এর আগে, ১ আগস্ট থেকে তৈরি পোশাক কারখানাসহ রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বলে জানিয়ে এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১ আগস্ট সকাল ৬টা থেকে রফতানিমুখী সব শিল্প ও কলকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।

উল্লেখ্য, ২৩ জুলাই কঠোর বিধিনিষেধ জারি হওয়ার পর থেকে বন্ধ রয়েছে দেশের সব শিল্প-কারখানা। তবে ঈদের পর থেকেই কারখানা খোলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন শিল্প-কারখানার মালিকরা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে একদল ব্যবসায়ী মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করে যত দ্রুত সম্ভব শিল্পকারখানা খুলে দেওয়ার অনুরোধ জানান। তার একদিন পরই রপ্তানিমুখী সব শিল্পকারখানা খুলে দেওয়ার ঘোষণা দেয় সরকার।

 

Link copied!