কাদের মির্জার দাবির মুখে থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২০, ২০২১, ০২:০৬ এএম

কাদের মির্জার দাবির মুখে থানার ওসি প্রত্যাহার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও মির্জা কাদেরের মধ্যে বিবদমান দ্বন্দ্বের জেরে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রবিউল হককে নোয়াখালী ডিবিতে বদলি করা হয়েছে।

জানা যায়, রবিউল হককে বদলি করে নোয়াখালী গোয়েন্দা পুলিশে (ডিবি) নেওয়া হয়েছে। একইসঙ্গে পুলিশ সুপারের কার্যালয় থেকে আবুল কালাম আজাদ নামে একজনকে কোম্পানীগঞ্জ থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক আদেশে তাকে নোয়াখালী ডিবিতে বদলি করা হয়েছে।

অন্যদিকে পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। তবে এটা শাস্তিমূলক বদলি নয়, এটা পুলিশ বাহিনীল রুটিন বদলি বলে জানান এ পুলিশ সুপার।

উল্লেখ্য, দীর্ঘ দুই মাস থেকে সেতুমন্ত্রীর ছোটভাই মেয়র আবদুল কাদের মির্জা ওসি (তদন্ত) রবিউল হকের বিরুদ্ধে তার হাতে আঘাত করাসহ নানা অনিয়মের অভিযোগ তুলে তার বদলি দাবি করে আসছিলেন।

সবশেষ গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১১টায় তিনি তার ছেলে তাশিক মির্জা কাদেরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে ওসি রবিউলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান।

সেসময় কাদের মির্জা জানান, প্রশাসন থেকে অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নেয়া না হলে ২৪ ঘণ্টার মধ্যে সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি ফের আন্দোলনে নামবেন।

Link copied!