রাজধানীর কারওয়ানবাজারে ভ্যানচালককে ছুরি মেরে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৩:৪৮ পিএম

রাজধানীর কারওয়ানবাজারে ভ্যানচালককে ছুরি মেরে হত্যা

ভ্যান নিয়ে রাজধানীর কারওয়ানবাজারে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এক ভ্যানচালক যুবককে হত্যা করেছে। নিহত ব্যক্তির নাম মো. ফারুক হোসেন (২৫)। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে কারওয়ানবাজার মাছের আড়তের কাছে এই ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী ফিরোজা বেগম সাংবাদিকদের জানান, তার স্বামী মো. ফারুক হোসেন পেশায় একজন ভ্যানচালক; তারা কারওয়ান বাজার রেলওয়ে বস্তি এলাকায় থাকেন।

নিহত ফারুকের বন্ধু বিজয় বলেন, কয়েকজন লোক কাওরানবাজার মাছের আড়তের কাছে ফারুককে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ফারুকের ওপর যারা হামলা করেছে তাদের তিনি চেনেন। তিনি কয়েকজনের নামও বলেছেন। তবে তাৎক্ষণিকভাবে এই নামগুলো যাচাই করা যায়নি। এছাড়া ফারুককে কেন হত্যা করা হলো এ বিষয়েও তিনি কিছু জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঘটনাটি তেজগাঁও থানা-পুলিশকে জানানো হয়েছে। ফারুকের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, রাতে ভ্যান নিয়ে কাওরান বাজারের পান্থপথের দিকে যাওয়ার সময় দুর্বৃত্তরা ফারুককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পূর্ব শত্রুতার জের ধরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

খুনীদের ধরতে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন পরিদর্শক শাহ আলম।

Link copied!