খুলনা, বরিশাল ও রংপুরে করোনায় একদিনে ৮৮ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

জুলাই ১২, ২০২১, ১০:২৭ পিএম

খুলনা, বরিশাল ও রংপুরে করোনায় একদিনে ৮৮ জনের মৃত্যু

করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে খুলনা বিভাগের বিভিন্ন জেলায়।প্রতিদিনই করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ছে। অতিমাত্রার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউন শুরুর আগেই খুলনা জেলা ও সিটি করপোরেশনে লকডাউন চালু ছিল। তারপরও করোনা পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। একই অবস্থা বরিশাল ও রংপুর বিভাগে। এই দুই বিভাগের বিভিন্ন জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়ে চলেছে। চলমান কঠোর লকডাউনের মধ্যেই করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে না।

খুলনায় ৪৮ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (১২ জুলাই) গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আরও ৪৮ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৪২ জন।

রবিবার (১১ জুলাই) খুলনা বিভাগে একদিনে মারা যায় ৬০ জন। দৈনিক মৃত্যুর দিক দিয়ে খুলনা বিভাগে এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে, শনিবার (১০ জুলাই) ৪৬ জনের মৃত্যু হয়েছিল। আর শুক্রবার (৯ জুলাই) বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।

সোমবার (১২ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো দৈনিক করোনা প্রতিবেদনে বলা হয়, সোমবার গত ২৪ ঘন্টায় ৪৮ জন মারা গেছেন। এনিয়ে বিভাগে মোট ১ হাজার ৬৪১ জন মারা গেলেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়,গত ২৪ ঘন্টায় মৃত ৪৮ জনের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃত অন্যদের মধ্যে যশোরে ১২ জন, কুষ্টিয়ায় ৯ জন, ঝিনাইদহে ৬ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, বাগের হাটে ২ জন, সাতক্ষীরায় ১ জন, নড়াইলে ১ জন ও মাগুরায় ১ জন রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার (১২ জুলাই) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৩ হাজার ১৯২ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ১০৬ জন।

বরিশালে ২২ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে সোমবার (১২ জুলাই) গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৭৫ জন করোনা শনাক্ত হয়েছেন। সোমবার (১২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে ৩ জন করোনা পজিটিভ শনাক্ত ছিলেন। মৃত অন্য ১৯ জন করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

বিভিন্ন জেলার করোনার তথ্য সম্পর্কে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২১৬ জন। এ পর্যন্ত এই জেলায় ৯ হাজার ৬১২ জন শনাক্ত হয়েছেন। এই জেলায় মোট ১৩৮ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৬৮ জন।

ঝালকাঠি জেলায় দ্বিতীয় সর্বোচ্চ ১১৩ জন শনাক্ত হয়েছেন।  এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২ হাজার ৭৮৭ জন। ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৪৩ জন। পিরোজপুর জেলায় শনাক্ত হয়েছেন ৯৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৭ জন। জেলায় মোট মারা গেছেন ৫১ জন। ভোলা জেলায় একদিনে নতুন শনাক্ত হয়েছে ৩৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৯৩ জন। জেলায় মোট মারা গেছেন ২৬ জন।

এদিকে, পটুয়াখালী জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৪৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯২ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৫৮ জন। বরগুনায় গত একদিনে করোনায় ৬৬ জনসহ মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০৩ জন। সোমবার একদিনে ২জনের মৃত্যুসহ ৩৬ জন মারা গেছেন।

রংপুরে মারা গেছেন ১৮ জন

দেশের  উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সোমবার (১২ জুলাই) গত ২৪ ঘন্টায় ১৮ জন মারা গেছেন। এনিয়ে রংপুর বিভাগে করোনায় ৬৭১ জনের মৃত্যু হলো।একই সময়ে ১ হাজার ৯৫০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৬১৩ জন। পরীক্ষার হিসেবে শনাক্তের শতকরা হার ৩১ দশমিক ৪৪।

সোমবার (১২ জুলাই) দুপরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম দ্য রিপোর্টকে করোনা বিষয়ক তথ্যগুলো নিশ্চিত করেছন।

স্বাস্থ্য পরিচালক জানান, ‘ করোনায় মৃতদের মধ্যে দিনাজপুরের ৬জন, রংপুর জেলার ৫ জন, পঞ্চগড়ের ৩ জন, কুড়িগ্রামের ১ জন ও ঠাকুরগাঁওয়ের ৩ জন রয়েছেন।এই বিভাগে করোনায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩২৯ জন  এবং এর মধ্যে ২৩ হাজার ৯৮৩ জন সুস্থ হয়েছেন বলেও  রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান।

Link copied!