গণটিকা কার্যক্রম থেকে মডার্নার টিকা সংগ্রহ করে বিজয় কৃষ্ণ

তুহিন কান্তি দাস

সেপ্টেম্বর ৮, ২০২১, ০১:৫৪ এএম

গণটিকা কার্যক্রম থেকে মডার্নার টিকা সংগ্রহ করে বিজয় কৃষ্ণ

নিজের ক্লিনিকে বিক্রির জন্যে গণটিকা কার্যক্রম থেকে অবৈধভাবে মডার্নার টিকা সংগ্রহ করেছিল বিজয় কৃষ্ণ তালুকদার। মঙ্গলবার (৭ সেপ্টম্বর) দ্য রিপোর্ট ডট লাইভকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, গণটিকা কার্যক্রম চলার সময় সিটি কর্পোরেশন যাদেরকে দায়িত্ব দিয়েছিল তাদের কাছ থেকে মূলত সে (বিজয়কৃষ্ণ) দায়িত্ব পেয়েছিল টিকা দেয়ার বা পুশ করার জন্যে। তার প্রতিষ্ঠান থেকে তাকে পাঠানো হয়েছিল সিটি কর্পোরেশনের সাথে গণটিকা কার্যক্রমে। সেখান থেকেই হয়তো (ওয়ার্ড কাউন্সিলর দপ্তরে নিয়মিত বরাদ্দ থেকে) সরিয়ে মডার্নার টিকা 'দরিদ্র পরিবার সেবা' ক্লিনিকে বিক্রি করতেন বিজয় কৃষ্ণ তালুকদার। 

কোন ওয়ার্ড কাউন্সিলরের দপ্তর থেকে মডার্নার টিকা সংগ্রহ করতেন জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা জানান, সিটি কর্পোরেশনের কার্যক্রমের সাথে স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি হিসেবে তিনি যুক্ত হয়েছিলেন গণটিকা কার্যক্রমের সাথে। সেখান থেকেই তিনি মডার্নার টিকা সংগ্রহ করতেন। এ বিষয়ে তদন্ত এখনও প্রক্রিয়াধীন। সুনির্দিষ্ট তথ্যের জন্যে আরও কিছুদিন সময় লাগবে। তিনি আরও জানান, আমরা স্বাস্থ্য অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের সাথে এই বিষয়ে যৌথভাবে কাজ করছি। সিরিয়াল নাম্বার, ব্যাচ নাম্বার এবং অন্যান্য প্রমাণসহ স্টিকার লাগানো ছিল টিকার গায়ে। খুব তাড়াতাড়ি আমরা সঠিক প্রমাণসহ প্রতিবেদন জমা দিবো।

গত ১৯ আগস্ট রাজধানীর উত্তরায় দক্ষিণখান থানাধীন এলাকায় অবৈধভাবে টাকার বিনিময়ে করোনাভাইরাসের টিকা বিক্রির অভিযোগে বিজয়কৃষ্ণ তালুকদার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তার ক্লিনিকে  অভিযান চালিয়ে  করোনাভাইরাস প্রতিরোধী মডার্নার ২০ ডোজ টিকা জব্দ করা হয়। 'দরিদ্র পরিবার সেবা' নামে ব্যক্তিগত মালিকানাধীন ক্লিনিকে তিনি এই টিকার প্রতি ডোজ বিক্রি করতেন ৫০০ টাকায়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বাংলাদেশে এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় করোনাভাইরাসের টিকা দেয়া হচ্ছে বিনামূল্যে। সরকারি টিকাকেন্দ্রের বাইরে টিকা দেয়া, টিকার বিনিময় এবং টিকা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। দেশে করোনাভাইরাসের টিকার ঘাটতির কারণে নামমাত্র ক্লিনিকে টিকার অ্যাম্পুল উদ্ধারের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।

 

 

 

Link copied!