‘গণমাধ্যমে হাতেখড়ি’ বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৬, ২০২২, ১২:৩৮ এএম

‘গণমাধ্যমে হাতেখড়ি’ বইয়ের মোড়ক উন্মোচন

গণমাধ্যম, সংবাদ, সাংবাদিকতা, জনসংযোগ, ব্রান্ডিং, বিজ্ঞাপন বাজার ও গণমাধ্যম ডিরেক্টরি  নিয়ে ১৭৪ পৃষ্ঠার তথ্যভিত্তিক সংকলন 'গণমাধ্যমে হাতেখড়ি' বইয়ের মোড়ক উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। ১৫ মার্চ মঙ্গলবার বিকালে অমর একুশে বইমেলায় গ্রন্থ উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি। বইয়ের লেখক প্রখ্যাত কৃষিবিদ, ফ্রিল্যান্স সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সালেহ মোহাম্মদ রশীদ অলক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। মোড়ক উন্মোচন শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, “আমি বিশ্বাস করি গণমাধ্যমে হাতেখড়ি বইটি সাংবাদিকতার জন্য অনেক বেশি সহায়ক হবে। এর মাধ্যমে গণমাধ্যমের অনেক তথ্য পাওয়া যাবে। এটি নতুনদের প্রেরণা দিবে এবং এর মাধ্যমে অনেক নতুন নতুন তথ্য আমরা জানতে পারবো।”

তথ্যমন্ত্রী বলেন, "বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এই বইমেলা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। এই বইমেলাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস জানার আগ্রহ হোক, তরুণরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করুক, তাই হবে বইমেলার সফলতা।"

Link copied!