গাইবান্ধার মতো রংপুরে নির্বাচন চায় না ইসি: রাশেদা সুলতানা

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২২, ০১:৪৬ এএম

গাইবান্ধার মতো রংপুরে নির্বাচন চায় না ইসি: রাশেদা সুলতানা

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ঘটে যাওয়া অনিয়মের পুনরাবৃত্তি রংপুর সিটি করপোরেশনের ভোটে দেখতে চায় না নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা নিজ দপ্তরে এমন মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের মতো নির্বাচন চায় না। এ বিষয়ে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মাঠ প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে জানতে চাইলে রাশেদা সুলতানা বলেন, মাঠ প্রশাসন নির্বাচনে সহযোগিতা করবে না এটা আমরা বিশ্বাস করি না। কারণ ফরিদপুর-২, জেলা পরিষদসহ কয়েকটি নির্বাচন খুব সুন্দর হয়েছে। মাঠ প্রশাসন আমাদের ভালোভাবেই সহযোগিতা করেছে।

সংবাদ সম্মেলনে গাইবান্ধা-৫ আসনের ভোটে অনিয়মের তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়েছে বলে জানান রাশেদা সুলতানা। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার তিনি বলেন, কমিটি ইসিকে প্রতিবেদন দিয়েছে। তবে নির্বাচন কমিশনাররা এখনো প্রতিবেদন নিয়ে আলোচনা করেননি। শিগগির এটি নিয়ে তাঁরা বসবেন। যাঁরা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কী ব্যবস্থা বা কীভাবে ব্যবস্থা নেওয়া হবে, এসব বিষয়ে এখন কিছু বলা সম্ভব নয়।

গাইবান্ধার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, গাইবান্ধা-৫ আসনের নির্বাচনের পর জেলা পরিষদ, পার্বতীপুর পৌরসভা ও ফরিদপুরে উপনির্বাচন ভালো হয়েছে। মাঠ প্রশাসন ইসিকে সহযোগিতা করবে না—এ ধরনের কোনো বিষয় মনে হচ্ছে না। নির্বাচন ধারাবাহিকভাবে চলছে, মাঠ প্রশাসন ভালোই সাড়া দিচ্ছে।

Link copied!