সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দুপুরে হতে পারে ঝড়

জাতীয় ডেস্ক

মে ১৮, ২০২৪, ০৯:৫২ এএম

সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দুপুরে হতে পারে ঝড়

ছবি: সংগৃহীত

রাজধানীতে সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে। দিনের শুরুতে মেঘের দাপটে রোদের দেখা মেলেনি। চলমান তাপপ্রবাহের মধ্যে এই বৃষ্টিতে জনজীবনে ফিরছে কিছুটা স্বস্তি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি হবে। এছাড়া দুপুর একটার মধ্যে ঝড় হতে পারে বলেও জানানো হয়েছে।

এর আগে শুক্রবার পূর্বাভাস ছিল, শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হবে। তাদের বার্তা অনুযায়ী সকালেই ঢাকার আকাশে তারই কিছুটা প্রতিচ্ছবি দেখা গেছে।

শনিবার (১৮ মে) সকাল আটটার দিকে ঢাকার আকাশে সূর্যের দেখা পাওয়া যায়নি। সকালেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। সকাল আটটার পর পরই রাজধানীর বাংলা মোটর, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর এসেছে।

সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস-আদালত বন্ধ হলেও সকালের এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শ্রমজীবী ও বেসরকারি চাকরিজীবীদের কর্মস্থলে যেতে বিড়ম্বনার সম্মুখীন হতে দেখা যায়নি। অবশ্য যারা কাজে বের হয়েছেন তারা হালকা ভিজে গেছেন। তবে বেশির ভাগই স্বস্তি প্রকাশ করেছেন।

এদিকে ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং টাঙ্গাইল, ঢাকা, বরিশাল, কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দুপুর একটার মধ্যে ৪৫-৮০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা আছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে নৌ-সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় দেয়া আবহাওয়া বার্তায় জানানো হয়, সিলেটে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়া রাজশাহীতে ৩, নওগাঁর বদলগাছী ও পঞ্চগড়ের তেঁতুলিয়া ২, বগুড়ায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময় রংপুরেও সামান্য বৃষ্টি হয়েছে।

Link copied!