গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৪, ২০২১, ০৭:৫৩ পিএম

গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে বকেয়াসহ বেতন ও বোনাসের দাবিতে গাজিপুরের একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।

বুধবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে লক্ষ্মীপুরা এলাকায় ঢাকা জয়দেবপুর সড়কে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় ঢাকা-জয়দেবপুর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে তারা টিকমত বেতনে পাচ্ছেন না। এমনকি কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। আসছে ঈদ উপলক্ষ্যে বোনাসের দাবিও তাদের। এসব কারণে সকালে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।’

স্থানীয় ও থানা সূত্র জানায়, গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকায় স্টাইল ক্র্যাফট লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের তিন মাসের এবং গত বছরের ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার (১৩ জুলাই) সকালে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। এসময় কারখানা কর্তৃপক্ষ ওইদিন সন্ধ্যার মধ্যে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা কাজে যোগ দেন। তবে সন্ধা বা  রাতেও বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। একারণে শ্রমিক ও  কর্মচারীরা  বাধ্য হয়ে বুধবার  কাজ বন্ধ করে কারখানার ভেতরে  ও বাইরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

 

Link copied!