গুলির ঘটনায় এলডিপির মহাসচিব রেদোয়ান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

মে ১০, ২০২২, ০৪:২১ এএম

গুলির ঘটনায় এলডিপির মহাসচিব রেদোয়ান গ্রেপ্তার

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষ্যে কুমিল্লার চান্দিনায় শাখা ছাত্রলীগ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে গুলিবর্ষণের ঘটনায় এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরও পড়তে পারেন: পুলিশ রক্ষক হয়ে ভক্ষকের পরিচয় দিয়েছে

তিনি গণমাধ্যমকে বলেন, “এলডিপির পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্রে করে সাবেক সংসদ সদস্য রেদোয়ান আহমেদের গুলিতে দুইজন আহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ড. রেদোয়ান আহমেদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।”

অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আরও জানান, পাল্টাপাল্টি সমাবেশ শুরু হওয়ার আগেই রেদোয়ান আহমেদ গাড়ি থেকে গুলি ছুড়েন। প্রাথমিকভাবে গুলি ছোড়ার সত্যতার প্রমাণ মিলেছে। কাজী আখলাকুর রহমান জুয়েল নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার অন্যরা হলেন- মহিচাইল গ্রামের রবিউল্লাহর ছেলে আলী (৩৭), হারং গ্রামের আব্দুল মবিনের ছেলে বাকি বিল্লাহ (৩৯) ও রেদোয়ান আহমেদের গাড়িচালক সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার মেছড়া খামারখাতা গ্রামের আব্দুল হাই শেখের ছেলে রেজাউল করিম (৫৫)। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার বিকেল ৪টার দিকে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। দুপুর ১টার পর থেকে ছাত্রলীগের আয়োজনে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করেন। দুপুর আড়াইটায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের সঙ্গে কথা হয়। পরবর্তীতে চলে যাওয়ার সময় তার গাড়িতে কেউ ঢিল ছুড়লে তিনি গাড়ির জানালা খুলে পরপর দুইটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন।

Link copied!