গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ রনি কেবিনে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৫, ২০২২, ০১:৫৬ এএম

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ রনি কেবিনে স্থানান্তর

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ স্ট্যান্ডআপ কমেডিয়ান আবু হেনা রনির অবস্থার উন্নতি হয়েছে। ফলে রনিকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে দেওয়া হয়েছে। শনিবার চিকিৎসকের পরামর্শে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘রনির অবস্থার আগের তুলনায় ভাল। গলার স্বরও ঠিক হয়ে আসছে। স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া করতে পারছেন।’

তিনি আরও বলেন, রনিকে ড্রেসিং করা হয়েছে। কেবিনে আলাদা রাখা হয়েছে তাকে। সেখানে পরিবার ছাড়া কোনো ভিজিটর বা গণমাধ্যমের কাউকেই যেতে দেওয়া হচ্ছে না।

প্রসঙ্গত, চলতি মাসের ১৬ সেপ্টেম্বর গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রো পলিটন পুলিশের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন আবু হেনা রনিসহ পাঁচজন। দগ্ধ অন্যরা হলেন মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।

Link copied!