গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

মে ১০, ২০২২, ০৬:০১ পিএম

গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) ভোরে ফতুল্লা পাইলট স্কুলের পাশে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. আনোয়ার হোসেন (৪০), মোছা. রোজিনা আক্তার (৩৫), রোমান (১৭), ও রোহান (৯)।

ফতুল্লা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আলম হোসেন বলেন, ভোরে ফতুল্লা পাইলট স্কুলের পূর্ব পাশের কাউসার মিয়ার বাড়িতে গ্যাসলাইনের ছিদ্র থেকে আগুন ধরে যায়। সেই আগুন পাশের সেমিপাকা টিনশেড ঘরের ভাড়াটে আনোয়ার হোসেনের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে আনোয়ার হোসেনের পরিবারের চারজন দগ্ধ হন। আগুনে ওই ঘরের কিছু জিনিস পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করা হয়েছে।

Link copied!