গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ একই পরিবারে দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৭, ২০২৩, ০৮:২২ পিএম

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ একই পরিবারে দগ্ধ ৫

ঢাকার ধামরাইয়ের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার কুমড়াইল কবরস্থান সংলগ্ন দোতলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গার্মেন্টসকর্মী মনজুরুল (৩২), তার স্ত্রী জোসনা (২৫), তাদের দেড় বছরের মেয়ে মরিয়ম, স্ত্রীর বড় বোন হোসনা (৩০) এবং ভাগনি সাদিয়া (১৮)।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আউয়ুব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দেওয়া তথ্য মতে, জোসনার শরীরের ৭০ শতাংশ, সাদিয়ার শরীরের ৭৫ শতাংশ, শিশু মরিয়মের ১৫ শতাংশ, মনজুরুলের ৩৩ শতাংশ ও হোসনার ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আউয়ুব হোসেন গণমাধ্যমকে জানান, যাদের হাসপাতালে আনা হয়েছে তারা সবাই গুরুতর দগ্ধ হয়েছেন। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

তবে দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.এস এম আই হোসেন। এক শিশু ওই দুইজনকে অবজারভেশনে রাখা হয়েছে বলেও তিনি জানান।

Link copied!