গ্যাসের বিতরণ ও সঞ্চালন চার্জ বাড়লো

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২১, ২০২৩, ০৩:২৫ পিএম

গ্যাসের বিতরণ ও সঞ্চালন চার্জ বাড়লো

গ্যাসের বিতরণ ও সঞ্চালন চার্জ বাড়িয়ে এ সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বিতরণ কোম্পানিভেদে প্রতি ঘনমিটারে ৭ থেকে ১১ পয়সা পর্যন্ত বাড়ানো হলেও  গ্রাহকের গ্যাসের দামে কোনো তারতম্য হবে না। তারা আগের দরেই টাকা পরিশোধ করতে পারবেন।

গতকাল বৃস্পতিবার বিকেলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এই আদেশ  চলতি মাস থেকেই কার্যকর হবে।

নতুন আদেশে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির বিতরণ চার্জ ১৬ পয়সা থেকে বাড়িয়ে ২৬ পয়সা এবং সুন্দরবন গ্যাস কোম্পানির ১৫ পয়সা থেকে বাড়িয়ে ২৪ পয়সা করা হয়েছে। পাশাপাশি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ১৩ পয়সা থেকে বাড়িয়ে ২১ পয়সা, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ১৯ পয়সা থেকে বাড়িয়ে ৩০ পয়সা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৩৭ পয়সা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ১১ পয়সা থেকে বাড়িয়ে ১৮ পয়সা করা হয়েছে।

নির্বাহী  আদেশে অন্যান্য বিতরণ কোম্পানিকে সিস্টেম লস না দিলেও তিতাস গ্যাসকে ২ শতাংশ হারে অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে গ্যাসের দাম বাড়ায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত বছরের জুনে গণশুনানির মধ্যদিয়ে গ্যাসের দাম বাড়িয়েছিল।

Link copied!