চাঁদপুরে গলায় কাঁচ ঢুকে যুবকের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২২, ০৩:২৩ পিএম

চাঁদপুরে গলায় কাঁচ ঢুকে যুবকের মৃত্যু

চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পানি সরবরাহে করতে গিয়ে ফার্মেসির শোকেসের গ্লাস ভেঙে গলায় ঢুকে মো. রাজু পাটওয়ারী (১৮) নামে মৃগি রোগী যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (১০ জুলাই) বাবুরহাট মতলব রোডস্থ হাজী মোবারক সুপার মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। রাজু শহরের পুরান বাজার ফায়ার হাউজ সংলগ্ন পাটওয়ারী বাড়ির মো. আলাউদ্দিন পাটওয়ারীর ছেলে। তিনি বিভিন্ন খাবার হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানে খাবার পানি সরবরাহের কাজ করতেন।

বাবুরহাট বাজারের ব্যবসায়ীরা জানান, রাজু বিভিন্ন হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি সরবরাহের কাজ করতেন। তার বাড়ি পুরান বাজার হলেও কাজের কারণে বাবুরহাট আশিকাটি গ্রামের বিসিক শিল্পনগরী সংলগ্ন রহিমার বাড়িতে ভাড়া থাকতেন।

রাজুর বাবা আলাউদ্দিন পাটওয়ারী বলেন, রাজু মৃগি রোগী থাকায় প্রায়ই কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকার হয়েছে। অভাবের তাড়নায় তাকে কাজ করতে হয়েছে। তার মৃত্যুতে আমার কোনো অভিযোগ নেই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন।  

Link copied!