ছুটি শেষে অফিস খুলেছে আজ

নিজস্ব প্রতিবেদক

মে ৫, ২০২২, ০৩:২৯ পিএম

ছুটি শেষে অফিস খুলেছে আজ

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ খুলেছে দেশের সব সরকারি অফিস-আদালত, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও শেয়ারবাজার।

বৃহস্পতিবার থেকে এসব প্রতিষ্ঠানের অফিস ও লেনদেন সময়সূচি স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

মঙ্গলবার (৩ মে) উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। বুধবারও ঈদের ছুটি। সরকার ঘোষিত ছয় দিনের মধ্যে শুক্র ও শনিবার দু'দিনই ছিল সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটি শেষে আজ অফিসপাড়ায় যোগ দিয়েছেন ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মজীবীরা।

সাধারণ সময়সূচি অনুযায়ী আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। তবে ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনায় অফিস খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এছাড়া আজ শেয়ারবাজারের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। রমজানে শেয়ারবাজারে লেনদেন হয়েছিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

যারা ছয় দিন ছুটির পর বৃহস্পতিবার ছুটি নিয়েছেন, তারা সামনের শুক্র-শনিবারসহ মোট ৯ দিন ছুটি কাটাবেন। অফিস-আদালতে পুরোপুরি কার্যক্রম চালু হতে রবিবার (৮ মে) পর্যন্ত সময় লেগে যাবে।

Link copied!