ছয়দিন পর সন্ধান মিলেছে বাংলাদেশি সাংবাদিকের

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৯, ২০২২, ০৩:৩০ পিএম

ছয়দিন পর সন্ধান মিলেছে বাংলাদেশি সাংবাদিকের

লন্ডন থেকে লিবিয়ায় গিয়ে নিখোঁজ হওয়ার ছয় দিন পর বেসরকারি টিভি চ্যানেল এনটিভির সাংবাদিক জাহিদুর রহমান এবং তার সঙ্গে থাকা সাইফুল ও খালেদেরও খোঁজ পাওয়া গেছে।

বর্তমানে তারা লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। জাহিদের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সন্ধ্যার দিকে শ্রীলঙ্কায় অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রীকে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, পুলিশ হেফাজতে আছেন জাহিদ ও তার সঙ্গীরা। সেই তথ্য এনটিভি ও জাহিদের পরিবারকেও জানানো হয়েছে।

এর আগে ঢাকার সাভারের বাসিন্দা জাহিদুর রহমানের স্ত্রী তাসলিমা রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, ‌‌‌‌‌‌গত ৩ মার্চ টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে পারিবারিক ভিসায় লন্ডনে যান জাহিদ। সেখান থেকে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ঘুরে ২১ মার্চ লিবিয়ায় পৌঁছান। লন্ডন থাকা অবস্থায় জাহিদুর রহমানের একাধিক রিপোর্ট এনটিভিতে প্রচার হয়েছিল।

জাহিদুর রহমানের স্ত্রী  আরও জানিয়েছিলেন, গত ২৩ মার্চ দুপুরে আমাদের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। আমরা প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। ২৪ ঘণ্টা পর অনেকেই আমাদের জানাতে থাকেন তার সঙ্গে অনলাইনে বা ফোনে যোগাযোগ করতে পারছেন না। তখনই আমার উদ্বিগ্ন হই। প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে (স্থানীয় সাংসদ) বিষয়টি জানালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে খোঁজ জানাতে বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই দূতাবাসে যোগাযোগ করা হলে জাহিদুর রহমান ও তার সঙ্গীদের কে বা কারা অপহরণ করেছে বলে জানানো হয়। এরপর থেকে ছয়দিন  সাংবাদিক জাহিদুর রহমান (৪৮) নিখোঁজ ছিলেন।

Link copied!