টানা তাপপ্রবাহের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ- মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল সোমবার বন্ধ থাকবে।
রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, ‘দেশে টানা তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের পরামর্শক্রমে ঢাকাসহ ৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ এপ্রিল বন্ধ থাকবে। আবহাওয়া বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত আগামীকাল (সোমবার) জানিয়ে দেওয়া হবে।’
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, সেসবের কর্তৃপক্ষ চাইলে ক্লাস চালু রাখতে পারে।
‘প্রাথমিকে খোলা থাকবে’
প্রাথমিক স্কুলের ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত আছে কিনা- এই প্রশ্নের জবাবে দ্য রিপোর্ট ডট লাইভকে হ্যাঁ-বোধক জবাব দেননি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন। তিনি বলেন, ‘যেহেতু প্রাথমিকের সব ক্লাস মর্নিংয়ে হবে, তাই প্রাথমিক খোলাই থাকবে।’