জঙ্গি তৎপরতার তথ্য পেয়ে রমনায় বাড়তি নিরাপত্তা নিচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১২, ২০২২, ০৮:০০ পিএম

জঙ্গি তৎপরতার তথ্য পেয়ে রমনায় বাড়তি নিরাপত্তা নিচ্ছে পুলিশ

দেশে জঙ্গি তৎপরতা বেড়েছে এমন তথ্য পাওয়ার পর বাংলা নববর্ষ বরণ উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রমনার অনুষ্ঠান ঘিরে তাই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। 

বাংলা নববর্ষ ১৪২৯ বরণ উপলক্ষে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার এ তথ্য জানান। 

বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কারণ জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘২০০১ সালকে মাথায় রেখে বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে। রিসেন্টলি কিছু বন্ধু রাষ্ট্র জঙ্গিদের ব্যাপারে গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছে। উপমহাদেশে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিছু রেডিক্যালাইজড সংগঠনের তৎপরতা লক্ষ্য করছি। সেকারণেই আমাদের বাড়তি নিরাপত্তা।’

প্রসঙ্গত, ২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিন; বাংলা ১৪০৮ সনের পহেলা বৈশাখ। প্রতি বছরের মতো সেবারও রমনার বটমূলে ছায়ানট কর্তৃক ঐতিহ্যবাহী বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে গানের অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরণ ঘটে। এতে ঘটনা স্থলে ৯ জন সাংস্কৃতিক কর্মী ও দর্শক প্রাণ হারানোর পাশাপাশি আহত হন আরো অগণিত মানুষ; পরবর্তীতে আরো একজন মারা যান। 

Link copied!