জনকণ্ঠের কর্মীদের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১২, ২০২১, ০১:২৩ এএম

জনকণ্ঠের কর্মীদের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

দৈনিক জনকণ্ঠ পত্রিকার কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে প্রতিষ্ঠানটির বর্তমান কর্মী ও চাকরিচ্যুত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেসময় দু’পক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

রবিবার(১১ এপ্রিল) দুপর থেকে জনকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিকরা জনকণ্ঠ অফিসের গেটে তালা দিয়ে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করে। এসময় তারা রাস্তায় বাঁশের ব্যারিকেড দিয়ে অবরোধ করে। পরবর্তীতে বিকেল সাড়ে ৪টার দিকে ভেতরে অবস্থানরত জনকণ্ঠের কর্মী ও বাহিরে আন্দোলনরত চাকরীচ্যুত সাংবাদিক ও কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

প্রথমে দুপক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ চললেও এক পর্যায়ে ভেতরে অবস্থানরত সাংবাদিকরা স্ট্যাম্প ও লাঠি নিয়ে বাহিরে বিক্ষোভরত সাংবাদিকদের ধাওয়া করে। সেসময় তারা আশপাশে ভাঙচুর চালায়। পরবর্তীতে প্রতিষ্ঠানটির কর্মীরা আন্দোলনরত সাংবাদিকদের ধাওয়া করে বিক্ষোভ সমাবেশ থেকে সরিয়ে দেন।

এর আগে ১৫ মার্চ ন্যায্য বেতনভাতাসহ জনকণ্ঠের বিভিন্ন বিষয়ে সরব থাকায় ২৬ জন সাংবাদিক ও কর্মচারীকে ইমেইল পাঠিয়ে বহিষ্কার করা হয়। পরবর্তীতে এর প্রতিবাদে আন্দোলন শুরু করেন চাকরিচ্যুত সাংবাদিক ও কর্মচারীরা।

জনকণ্ঠের চাকরিচ্যুত কর্মীদের অভিযোগ, গত সাত বছর ধরে প্রতিষ্ঠানটিতে পদোন্নতি এবং ইনক্রিমেন্ট বন্ধ ছিল। এরমধ্যে অনেক কর্মীর অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হয়নি।

এসব যৌক্তিক পাওনা পরিশোধের জন্য কর্তৃপক্ষকে কয়েক দফা চিঠি দেয়া হলও কর্তৃপক্ষ তাদের আবেদনে সাড়া দেয়নি। এর মধ্যে গত ১৬ মার্চ অন্তত ৬০ শতাংশ কর্মীকে ছাঁটাই করে তাদের মেইলে চিঠি পাঠায় জনকণ্ঠ কর্তৃপক্ষ।

সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোন সুরাহা না হওয়ায় রবিবার ফের আন্দোলনে নামেন জনকণ্ঠ প্রতিষ্ঠানের চাকরিচ্যুত সাংবাদিকরা।

Link copied!